শিশুদের পূর্ণ মানুষিক বিকাশে বাবা মায়ের কর্তব্য

প্রত্যেক বাবা মা চাই তার ভালবাসার শিশুটি ভালভাবে বেড়ে উঠুক । তার পূর্ণ মানুষিক বিকাশ হোক । কিন্তু বাংলাদেশের বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় এব্যাপারে বাবামায়ের যথেষ্ট দিকনির্দেশনার অভাব রয়েছে। কিভাবে আপনার শিশুর যত্ন নিবেন তা পর্যায়ক্রমে আলোকপাত করার চেষ্টা করছি।

image source: https://ababycare.weebly.com/

পুষ্টিকর খাবার গ্রহনঃ
বাচ্চা জন্ম গ্রহন করার পরের ছয় মাস সাধারণত শুধুমাত্র মায়ের দুধ খেতে দিতে হয় । এ সময় মা কে পর্যাপ্ত খাবার গ্রহন জরুরী । কারন মা বেশি না খেলে সন্তান বেশি দুধ পায় না। আর ৬ মাস পর শিশুকে দুধের পাশাপাশি অন্য খাবার খেতে দিতে হবে। ৬ - ৭ মাস পর বাচ্চার সাথে কথা বলা এবং বিভিন্ন জিনিসের সাথে পরিচিত করানো জরুরী । তাহলে বাচ্চারা তাঁরাতাড়ি কথা বলা শিখতে পারে।

image source :https://www.yourtango.com/experts/robyn-deluca/how-survive-newborn-baby-new-parents
বাচ্চার কথায় গুরুত্ব দিনঃ
বাচ্চার বয়স ২ বছর হলেই সে অনেক কিছু বুঝতে শিখে । তার কথা মনোযোগ দিয়ে শুনুন। তাকে কথা বলার সুযোগ দিন ।তাকে বুঝতে দিন তার কথা গুরুত্ব সহকারে শুনছি । আস্তে আস্তে তাকে কিছু ছড়া , কবিতা শিখান । সেগুলো সাবার সামনে উপত্থাপন করার সুযোগ দিন । দেখবেন কিছুদিনের মধ্যে সবার সামনে ছড়া বা কবিতা আবৃতিকরতে শিখছে । বাচ্চাদের বাড়ন্ত বয়স বিশেষ করে ৮ বছরের পর থেকে আরও বেশি পুষ্টিকর খাবার দরকার হয় । কারন এ সময় দৈহিক বৃদ্ধি ঘটে দ্রত । সেকারণে খাবার বেশি খাওয়া দরকার । আজ আর নয়।

H2
H3
H4
Upload from PC
Video gallery
3 columns
2 columns
1 column
49 Comments