Green Bangladesh : I remember my childhood memories

সবুজ শ্যামল দেশ বাংলাদেশ যেখানে আপনি ঘুরলে পাবেন সবুজ আর শ্যামলের দেখা অসম্ভব সুন্দর সব প্রকৃতির দেখা, বাংলাদেশের পতাকায় যেমন পুরোটা জুরে রয়েছে সবুজ আর মাঝখানে লাল ঠিক তেমনি ভাবে আমাদের দেশটাতেও রয়েছে সবুজ আর লালের বাহার, আপনি দেখবেন দেখতেই থাকবেন চোখ সরাতে পারবেন না মন ভরে দেখতে পারবেন, এটাই আমাদের বাংলাদেশ সবুজ শ্যামল বাংলাদেশ!!
imageSourch সবুজ শ্যামল বাংলাদেশের একটি গ্রামের মনোরম দৃশ্য!!

আজকে আমি আমাদের গ্রাম অঞ্চলের কিছু দৃশ্যের কথা তুলে ধরবো - আমার জীবনের শুরু হতে ষোল বছর পর্যন্ত কেটেছে গ্রামে কাজেই গ্রাম সম্পর্কে আমার নিরানব্বই পার্সেন্ট ধারণা রয়েছে, আসলে গ্রাম নিয়ে বলতে গেলে নিজের গ্রামের কথা না বললেই নয় যেখানে বর্ষার শুরুতেই শুরু হতো নোকা ভ্রমন, নোকা বাইচ শহর থেকে আসা নানান রকমের মানুষের ঢল সবকিছু দেখতে কেমন অদ্ভুত সুন্দর লাগতো!!

২০১৩ সালের একটা নোকা বাইচের কথা না বললেই নয়, খেলাটা হয়েছিলো আমাদের ব্রাহ্মবাড়িয়া জেলার সরাইল উপজেলার ধর্মতির্থ গ্রামে সরাইল - নাসির নগর হাইওয়ে রাস্তার পাশে সে সৃতিগুলো আসলে ভুলবার নয় আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিলো সেখানে আমি একটু খাটো হওয়াতে বড়দের টপকিয়ে নোকা বাইস দেখার জন্য সুযোগ পাচ্ছিলাম না, এবং সে সময়ে কে যেনো আমার কোমড়ে ধরে উপরে তুলে দেখিয়ে ছিলো সে অসাধারণ নোকা চালকদের মনকাড়া সব দৃশ্যগুলো যা আপনি নিজের চোখে না দেখলে বুঝবেন না। imageSourch নৌকা বাইচ

তারপর বলতে গেলে বলতে হয় পালা গান যাত্রপালা এবং আরো নানারকমের অনুষ্টান এইতো ১২ সালের কথা আমাদের এলাকায় রঙ্গিন রুব্বান বই হয়েছিলো আরে মানুষ আমার ঠিক এখনো মনে আছে সেটা ছিলো আমাদের উপজেলার সেরা যাত্রাপালা প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতি ছিলো সেখানে এসব সৃতি ভুলবার নয়। image Sourch রঙিন রুব্বান যাত্রাপালার একটি দৃশ্য

তারপর একটা সময় ধীরেধীরে সব হারিয়ে যায় এখন তেমন গ্রামে এসব হয়না হবেই বা কিভাবে দেশ তো ডিজিটাল হয়ে গেছে মানুষ পালটে গেছে পালটে গেছে তাদের চিন্তাভাবনা, খরচ বেড়ে গেছে সাথে টাকা ইনকাম করার পন্থাও, সত্যি বলতে সে সময়টার কথা অনেক মনে পড়ে যখন এক টাকা দিয়ে চারটা লজেন্স খেতাম এবং দু টাকা দিয়ে নোকা রুটি কেক, আহ দিন এসব আর ফিরে আসবে না সবই সৃতি হয়ে পড়ে রয়েছে!!
image Sourch সবুজময় বাংলাদেশ

আমার স্প্রষ্ট মনে আছে স্কুলের যাওয়ার সময় আমি প্রতিদিন চাউল চুরি করে রাস্তার পাশের দোকানে বিক্রি করে টাকা নিয়ে স্কুলে যেতাম এবং সে টাকা দিয়ে বুট ঝালমুড়ি খেতাম আরো কত কিছু বলতে গেলে শেষ হবে না, বর্ষাকালে স্কুল ছুটি হলে যখন নোকার অভাবে কলা গাছের বোরকা দিয়ে বাড়ি ফিরতাম সেসব সৃতি কি ভুলা যায়? imageSourch বর্তমান ছেলেদের স্কুলে যাওয়া আসার একটি দৃশ্য

ভুলা যায় না তাইতো এতদিন পর আবার এগুলো একটু মনে করার চেষ্টা করলাম জানি না সঠিকভাবে বুঝাতে পেরেছি কি না তবে আমার নিজের চোখে দেখা নিজের কানে শুনা নিজের মনের অনুভূতিগুলো আমি প্রকাশ করেছি!! অবশ্যই আপনাদের আমার থেকেও ধারণ সব সৃতি রয়েছে সময় পেলে আপনিও আমার মত শেয়ার করুন আপনার গ্রাম অঞ্চলের শৈশবের সব সৃতি!!

ধন্যবাধান্তে @hossainbd PicsArt_08-26-07.37.38.jpg

H2
H3
H4
Upload from PC
Video gallery
3 columns
2 columns
1 column
6 Comments